(ক)
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদটি ৩১ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট । ইউনিয়নে মৌজা সংখ্যা ১৬টি, গ্রাম ১৩টি, হাট-বাজার ০২টি রয়েছে। এ ইউনিয়ন পরিষদটি কৃষ্ণপুর মৌজার ১২/১ খতিয়ানের ১৪২,১৪৩,১৪৪ দাগের ৫০ শতাংশ জমির উপর ৮ (আট) কক্ষ বিশিষ্ট ভবনে অবস্থিত। গত আদম শুমারী অনুযায়ী পুরুষ ১৭৪৮৪ জন এবং মহিলা ১৬২৩৩ জন সর্বমোট ৩৩৭১৭ জন । ইউনিয়ন পরিষদের পূর্বে দর্শনা পৌরসভা, পশ্চিমে কুড়ুলগাছি ইউনিয়ন, দক্ষিনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং উত্তরে হাউলী ইউনিয়ন পরিষদ অবস্থিত। জেলা শহর থেকে ইউনিয়নের দুরত্ব ২৪ কিঃ মি. ইউনিয়ন থেকে সড়ক যোগে জেলা শহরে যাতায়াত করা যায়।
৩। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য t
কলেজ |
মাধ্যমিক বিদ্যালয় |
নিম্নমাধ্যমিক বিদ্যালয় |
প্রাথমিক বিদ্যালয় |
মাদ্রাসা |
এতিমখানা |
শিক্ষার হার |
01 |
03 |
0 |
12 |
05 |
0 |
74% |
৪। রাস্তা ও সড়কের পরিমাণ t (কি:মি:)
পাঁকা (কিলোমিটার) |
এইচ.বি.বি(কিলোমিটার) |
কাঁচা (কিলোমিটার) |
53 |
125 |
70 |
৫। নলকূপের সংখ্যাt
অগভীর |
গভীর |
wis I‡qj |
তারা পাম্প |
5790 |
12 |
30 |
125 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস